Video Game Lyrics
বললেই হলো শুরু
বললেই হলো শেষ
বললেই হলো শুরু
বললেই হলো শেষ
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
বললেই হলো শুরু
বললেই হলো শেষ
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
(নয় কোনো video game)
(নয় কোনো video game)
তুমি আর আমি দু′জনেই ছিলাম
ছিল না তো ক েউ
দেখলে তোমাকে উঠতো এ বুকে
উথালপাথাল ঢেউ
"Forget me not" বলেছিলাম
ভুলে গেছ তবু
হয়তো অন্য ছেলের কথা
ভাবছো এখন তুমি শুধু
আর লিখছো রুমালে তার name
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
(নয় কোনো video game)
(নয় কোনো video game)
ডেকেছো আমাকে যখনই বিপদে
উড়ে উড়ে গেছি
মনটা তোমার যখনই খারাপ
দেখেছো পাশে আছি
তোমারই পিছনে ঘুরে ঘুরে
পেয়েছি কত যে fame
আজ সেই আমাকে নিয়ে তোমার
কত শত problem
আর দিচ্ছো আমায় তুমি shame
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
বললেই হলো শুরু
বললেই হলো শেষ
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
তোমার আমার প্রেম
নয় কোনো video game
(নয় কোনো video game)
(নয় কোনো video game)
Writer(s): Milon Biswas, Zooel
Lyrics powered by www.musixmatch.com
More from Ki Upay
Loading
You Might Like
Loading
4m 10s · Bengali