Tomer Preme

Tomer Preme Lyrics

Tomer Preme  by Mahtim Shakib

Song  ·  5:12  ·  Bengali

℗ 2023 MD. ARIF HOSSEN

Tomer Preme Lyrics

তোমার প্রেমে সব হারাইয়া হইলাম যাযাবর
ফাঁকি দিয়া চইলা গেলা, লইলা না খবর
আশায় আশায় বাঁধলাম বাসা, হইলা তুমি পর
পর মনেতে বসত লইয়া করলা তুমি ঘর

সুখের আশায় সুখের নেশায় ভাঙলা রে অন্তর
বুকের মাঝে দুখের নদী বহে নিরন্তর
সুখের আশায় সুখের নেশায় ভাঙলা রে অন্তর
বুকের মাঝে দুখের নদী বহে নিরন্তর

দুঃখ আমার এমন আপন, হইলো না যে পর
পর মনেতে বসত লইয়া করলা তুমি ঘর

তোমার প্রেমে সব হারাইয়া হইলাম যাযাবর
ফাঁকি দিয়া চইলা গেলা, লইলা না খবর

আপন কইরা কাছে লইয়া করলা আবার পর
মরা নদীর মতো মনটা করলা বালুচর
আপন কইরা কাছে লইয়া করলা আবার পর
মরা নদীর মতো মনটা করলা বালুচর

দেহ মাঝে আগুন দিলে পোড়াইলা অন্তর
পর মনেতে বসত লইয়া করলা তুমি ঘর

তোমার প্রেমে সব হারাইয়া হইলাম যাযাবর
ফাঁকি দিয়া চইলা গেলা, লইলা না খবর
আশায় আশায় বাঁধলাম বাসা, হইলা তুমি পর
পর মনেতে বসত লইয়া করলা তুমি ঘর
পর মনেতে বসত লইয়া করলা তুমি ঘর

Lyrics powered by www.musixmatch.com


More from Tomer Preme

Loading

You Might Like

Loading


5m 12s  ·  Bengali

℗ 2023 MD. ARIF HOSSEN

FAQs for Tomer Preme