Ojhor Brishti Lyrics
ভেজা সন্ধ্যা, অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ, বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনও ভীরু
হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনও ভীরু
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়ালো কিছু আশা
ডাকছে সময় পিছু
বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়ালো কিছু আশা
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
Lyrics powered by www.musixmatch.com
More from Trinity Acoustic Session
Loading
You Might Like
Loading
4m 50s · Bengali