Noyono Tomare Lyrics
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে, নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে
বাসনার বশে মন অবিরত
ধায় দশ দিশে পাগলের মত
স্থির-আঁখি তুম ি
মরমে সতত জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে, নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোক-লোকান্তরে, যুগ-যুগান্তর
জানি আমি তোমায় পাব নিরন্তর
লোক-লোকান্তরে, যুগ-যুগান্তর
তুমি আর আমি, মাঝে কেহ নাই
কোনো বাধা নাই ভুবনে
রয়েছ নয়নে, নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে
রয়েছ নয়নে, নয়নে
নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে, নয়নে
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com
More from Tagore Revisited
Loading
You Might Like
Loading
4m 17s · Bengali