হরি দিন তো গেল সন্ধ্যে হল পার করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যে হল পার করো আমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরি দিন তো গেল সন্ধ্যে হল পার করো আমারে আমি আগে এসে ঘাটে রইলাম বসে আমি আগে এসে ঘাটে রইলাম বসে যারা পরে এল আগে গেল আমি রইলাম পড়ে হরি দিন তো গেল সন্ধ্যে হল পার করো আমারে শুনি কড়ি নাই যার তারে তুমি করো পার শুনি কড়ি নাই যার তারে তুমি করো পার আমার নাইকো কড়ি দিন-ভিখারি দেখ নয়ন মেলে হরি দিন তো গেল সন্ধ্যে হল পার করো আমারে