Bhalo Achi Bhalo Theko

Bhalo Achi Bhalo Theko Lyrics

Ki Upay  by Zooel

Song  ·  6:20  ·  Bengali

© 2021 ZM Studio

Bhalo Achi Bhalo Theko Lyrics

আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ও, তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরে নীল বন্দরে

আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম
পাঁপড়ির আবডালে ফসলের ঘুম

ঢেকে রাখে যেমন কুসুম
পাঁপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
ও, তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে

আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
ও, দিও তোমার মালখানি
বাউলের এই মনটারে

আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

Writer(s): Rudra Mohammad Shahidullah
Lyrics powered by www.musixmatch.com


More from Ki Upay

Loading

You Might Like

Loading


6m 20s  ·  Bengali

© 2021 ZM Studio

FAQs for Bhalo Achi Bhalo Theko